ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

এখনো ফলো অনের ভয় কাটেনি ভারতের

ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিনশেষে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। এখনো ফলোঅনের ভয় রয়েছে বিরাট কোহলিদের। এটা এড়াতে আরো ১২২ রান করতে হবে ভারতকে।


ইংলিশ বোলারদের দাপুটে পারফরম্যান্সে রীতিমোত কাপছে ভারতের ব্যাটসম্যানরা। আর্চারের আগুনে গোলার সামনে অসহায়ত্ব প্রকাশ করেছেন রোহিত শর্মা (৬), শুভমান গিল (২৯)। ডম বেসের ঘূর্ণিতে উইকেট বিলিয়েছেন মিডল অর্ডারের ভরসা বিরাট কোহলি (১১), আজিঙ্কা রাহানে (১)। ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়ে ভারত।


দিশেহারা ভারতের ম্যাচের হাল ধরেন চেতেশ্র পূজা এবং রিশাব পান্থ। পঞ্চম উইকেটে ১১৯ রান যোগ করেন তারা দুজন। পূজারা অবশ্য ছিলেন টেস্ট মেজাজেই। ১৪৩ বলে ১১ বাউন্ডারিতে ৭৩ রান করে তিনি বেসের তৃতীয় শিকার হলে ভাঙে বড় জুটিটি।


এদিকে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে বেসের বলে ৯১ রানে আউট হন ভারতীয় উইকেটরক্ষক। ৮৮ বলে তার ওয়ানডে ধাচের ইনিংসটি ছিল ৯ বাউন্ডারি আর ৫ ছক্কায় সাজানো।


এরপর ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন মিলে দিনশেষ করেন। সুন্দর ৩৩ রানে এবং অশ্বিন ৮ রানে অপরাজিত রয়েছেন।


ডোম বেস ৪টি এবং জোফরা আর্চার ২টি উইকেট নেন।

ads

Our Facebook Page